NTRCA আপডেট!
প্রকাশিত হয়েছে Jun 23, 2025

Author

Rubel

Share this post

নিবন্ধন(NTRCA) কর্তৃক নিয়োগ পেলে কত টাকা বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:

১. লেকচারার:কলেজ (নবম গ্রেড)

• মূল বেতন: ২২,০০০/=

• বাড়ি ভাড়া: ১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বোমোট: ২৩,৫০০/=

অ্যাসিসটেন্ট প্রফেসর হলে

• মূল বেতন ৩৫,০০০/=

• বাড়িভাড়া ১০০০/=

• চিকিৎসা ভাতা ৫০০/=

সর্বমোট ৩৬,৫০০/=

প্রিন্সিপাল হলে

• বেতন ৫০,০০০/=

• বাড়িভাড়াঃ:১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বমোট: ৫১,৫০০/=

২. সহকারী শিক্ষক: স্কুল (এগারো গ্রেড)

• মূল বেতন: ১২,৫০০/

• বাড়ি ভাড়া: ১,০০০/

• চিকিৎসা ভাতা: ৫০০/

সর্বমোট: ১৪,০০০/

যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -

• মূল বেতন ১৬,০০০/=

• বাড়ি ভাড়া: ১,০০০/=

• চিকিৎসা ভাতা: ৫০০/=

সর্বমোট: ১৭,৫০০/=

নোট:শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)

৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (ষোলো গ্রেড)

• মূল বেতন: ৯,৩০০/

• বাড়ি ভাড়া: ১,০০০/

• চিকিৎসা ভাতা: ৫০০/

সর্বমোট: ১০,৮০০/

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।

মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।

এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।

উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।

বি.দ্র: চাকুরীজীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দিবে। একজন এমপিওভুক্ত শিক্ষক দুই রকমের এককালীন টাকা পাবে। একটি গ্রাচুইটি, অন্যটি কল্যান ট্রাস্টের।

ডাউনলোড করুন

আমাদের মোবাইল অ্যাপ,

প্রস্তুতি শুরু করুন এখন থেকেই

app image
image